আড়াইহাজারে ৫৬ কেজি গাঁজাসহ শাহাজালাল (৪৫) ও মাজেদা বেগম ওরফে রূপসী (৪০) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওই গ্রামেরই বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
র্যাব জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে মানিকপুর গ্রামের শাহাজালাল-রূপসী দম্পতির বসত ঘরে অভিযান চালিয়ে তাদের ঘর থেকে ১৪টি প্যাকেটে মোড়ানো ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তারা পালিয়ে যেতে চাইলে তাদের আটক করতে সক্ষম হয় র্যাব। এ ব্যাপারে র্যাব-১১ এর ডিএডি /জেসিও ৯৩৮৯ এর সিপিএসসি, (নরসিংদী) মো. মজনু মিয়া বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার (২০ নভেম্বর) গ্রেফতারকৃত দম্পতিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।