মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সোহেল মিয়া (৪০) কে রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২০ নভেম্বর) জেলার ফতুল্লা থানার ফাজিলপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেল মিয়া ফতুল্লার ফাজিলপুর (জুলহাস মেম্বারের বাড়ি) এলাকার ভোলা মিয়ার ছেলে।
র্যাব জানায়, রোববার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে ফতুল্লা থানার মাদক মামলায় সোহেল মিয়ার অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর হতে পলাতক আসামী সোহেল মিয়াকে গ্রেফতারের চেষ্টা করে র্যাব। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ফতুল্লা থানার ফাজিলপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।