দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জীবন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২০ নভেম্বর) র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার তল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন ফতুল্লা থানার তল্লা সবুজ বাগের তাহের মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফারুকের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা আদালত নারায়ণগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) সারণীর ৯(ক) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।