হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল ও সড়কে অগ্নিসংযোগ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। সোমবার (২০ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের বান্টি এলাকায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নেতাকর্মীরা এ মিছিল করেন। মিছিল থেকে তফসিল প্রত্যাখ্যান, সরকারের পদত্যাগ দাবি ও হরতালের সমর্থনে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় আড়াইহাজার থানা যুবদল ও জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মশিউর রহমান রনি বলেন, আমরা হরতালের সমর্থনে মিছিল করেছি। শান্তিপূর্ণ সব কর্মসূচিতেগুলোতে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। আমাদের দাবি জনগণের দাবি, আর তা অবশ্যই পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ রকম কোনো মিছিলের তথ্য জানা নেই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।