আড়াইহাজারে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ। নিহত কিশোরীর নাম আফসানা আক্তার ( ১৫)। সে হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের আলতা মিয়ার মেয়ে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান. ভিকটিম আফসানা আক্তার ঘটনার রাতে যে কোন সময় বসত ঘরের বাঁশের আড়ার সাথে পুরান ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভিকটিমের মা এবং আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে দেখতে পায় ভিকটিম মারা গেছে। পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে কি কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি।
তিনি আরও জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।