Logo
HEL [tta_listen_btn]

বন্দরে ফের তীব্র পানি সংকট

বন্দরের ২০নং ওয়ার্ডে ফের পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে ওয়াসার ডিপ ও মোটর বিকল হয়ে পড়ায় ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি, হাজীপুর, মৃধাবাড়িসহ আশপাশের সব কয়েকটি মহল্লায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় গোটা সোনাকান্দা এলাকায় পানির হাহাকার দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সোনাকান্দা এলাকার জনৈক বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে এলাকার কোথাও কোন পানির সংস্থান নেই। সোনাকান্দায় অবস্থিত ওয়াসার পাম্প স্থাপন করা হলেও সেই পাম্পের ডিপটি অনেকদিন ধরে বিকল হয়ে পড়েছে। অপরদিকে হাট এলাকায় যে মোটরটি স্থাপন করা হয়েছে সেটিও বিকল। বিকল মেশিনারীগুলো সংস্কারের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছেনা। এভাবে মানুষ কয়দিন পানিবিহীন জীবন যাপন করবে। পানি ছাড়া জীবন কখনো চলতে পারেনা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, আমরা অনেক আশাবাদী ছিলাম যেহেতু ওয়াসার প্রজেক্টটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে নিয়েছেন সেহেতু হয়তোবা আমাদের দীর্ঘদিনের পানি সমস্যার অবসান হবে। কিন্তু এখন দেখছি তার বিপরীত সমাধানতো দূরের কথা অদ্যাবধি আমরা ঠিকমতো পানিই পাইনা। এভাবে আর কতদিন। আমরা বাঁচতে চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এরআগেও আমরা এই পানির সমস্যার জন্য আন্দোলন করেছি। মানববন্ধন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলনও করেছি। তখন কিন্তু কর্তৃপক্ষ ঠিকই পদক্ষেপ নিয়েছিলো। পরিস্থিতি সে পর্যায়ে গেলে আমরা আবারো আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com