ফতুল্লায় গাঁজাসহ ৬ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার দেওভোগ তাসলিম পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় ডিবি। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস শফীউল আলম। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা দেওভোগ মাদ্রাসা এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে মো. ফয়সাল (২২), দেওভোগ নাগবাড়ি এলাকার আব্দুস ছালামের ছেলে মো. সাজিদুর রহমান (২২), মুন্সিগঞ্জ সদরের শীল মন্দির এলাকার সবুজ শেখের ছেলে মো. শান্ত (২৩), বরিশালের মীরগঞ্জ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাকিব (২৩), মুন্সিগঞ্জ সদরের কুসুমপুর এলাকার মো. সেলিম শেখের ছেলে মো. এহসান আহম্মেদ অপূর্ব (২১) ও দেওভোগ মাদ্রাসা নাগবাড়ি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ফাহিম ইমতিয়ার (২২)।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।