আগামী ১৬ ফেব্রুয়ারি দেশের প্রখ্যাত গজল শিল্পী মেসবাহ আহমেদ এর একক গজল সন্ধ্যা। আই বি এ এলামনাই ক্লাব লিমিটেডের আমন্ত্রণে এই দিনে ৩ ঘন্টা গান পরিবেশন করবেন তিনি। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা এবং উক্ত ক্লাবের সম্মানিত মেম্বাররা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। গত ৩১ জানুয়ারি মেসবাহ আহমেদ এর ৩৬ বছর সঙ্গীতের সফল পথচলার একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বনানী ফ্রেন্ডস কম্যিউনিটি ক্লাবে। যেখানে তিনি একটানা সাড়ে ৩ ঘন্টা পারফরম্যান্স করেন ও দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছিল বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব লিমিটেড। এটি ছিল তাঁর সঙ্গীতের ৩ যুগ সফল পদচারণার সম্বর্ধনা অনুষ্ঠান। আই বি এ এলামনাই ক্লাব লিমিটেডের আমন্ত্রণে মেসবাহ আহমেদ আগামী ১৬ ফেব্রুয়ারি কিছু জনপ্রিয় গজলের পাশাপাশি কিছু মৌলিক গান ও সেমি ক্ল্যাসিক্যাল পরিবেশন করবেন। সাথে কিছু কিংবা বাংলা গানের ভান্ডার নিয়েও হাজির হচ্ছেন, সেভাবেই নিজেকে তৈরি করছেন এবং সেদিন একটি ভালো অনুষ্ঠান উপহার দেয়ার জন্য এবং সেই পরিবেশে তিনি বেশ ভালো কিছু শ্রোতা পাবেন বলে আশা করছেন। তাঁর লেখা ও সুর করা ‘আবার দেখা হলে’ গানটি ইতোমধ্যেই দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত ও জনপ্রিয়। আরও কিছু নতুন গান শীঘ্রই আসবে বলে তিনি জানান এবং এই মুহুর্তে রেকর্ডিং, স্টেজ প্রোগ্রাম, শুটিং, টেলিভিশন শো নিয়ে নিয়মিত তিনি ব্যস্ত আছেন। পাশাপাশি ব্যস্ত আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে, যেটা তাঁর মূল পেশা।
তিনি বলেন, ‘ঈদের আগেই আমি আমার গুরুজি ওস্তাদ মাশকুর আলী খাঁ সাহেব, তাঁর কাছে গান শিখার জন্য ইন্ডিয়া যাবো এবং সেখানে মাস খানেকের মতো অবস্থান করবো। ওস্তাদ মাশকুর আলী খাঁ সাহেবের কাছে তালিম পুনরায় শুরু করার জন্য আমি রমজানের শুরুতেই ইন্ডিয়া যাবো। ওনার কাছে আমি আগেও গান শিখেছি, আবার নতুন করে কাজ করতে যাবো এই মর্মে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং সেই অনুযায়ী আমি ইন্ডিয়া যাবো ঈদের আগে হয়তো রমজানের মধ্যেই গিয়ে আমি আমার তালিম নিয়ে আসবো আমার গুরুজির কাছ থেকে।
উল্লেখ্য, মেসবাহ আহমেদ দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞ নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও গজল কিং জগজিৎ সিং সাহেবের সুযোগ্য ছাত্র।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।