অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর সূচনা হয়েছে। একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ণ নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ১৮২ রানের বড় ব্যবধানে নাসিম ওসমান এমসিএকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে টস জিতে নাসিম ওসমান এমসিএ’র অধিনায়ক শেখ হুমায়ুন নীট কনসার্ণকে ব্যাট করতে পাঠান। প্রারম্ভিক ব্যাটসম্যান জনি তালুকদার একপ্রান্ত ধরে সেঞ্চুরীর পথে হাটছিলেন। নিজের ভুলে ৯৪ রানে আউট হয়ে ফিরেন। ৯৪ রান করতে ছয় মেরেছেন ৩টি এবং বাউন্ডারি হাকিয়েছেন ১১টি। জনি ব্যর্থ হলেও অধিনায়ক তৈয়বুর রহমান পারভেজ লীগের প্রথম সেঞ্চুরী করেছেন। ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। সেঞ্চুরী করতে ছয় মেরেছেন ১টি এবং চার মেরেছেন ১৫টি। ফয়সাল সরকার ৩ চারে ও ৪ ছয়ে আউট হন ৫৬ রানে। রিফাত ২ ছয় ও ২ চারে আউট হন ৪৪ রানে। নাসিম ওসমান এমসিএ’র আলমগীর পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে ধীরস্থির ব্যাটিং করলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। ১৭৭ রানে অলআউট হয়ে যায় ৪৮.১ ওভারে। নাসিম ওসমান এমসিএ’র পক্ষে সাব্বির ৪১ করেন ২ চার ও ১ ছয়ে। ৫টি ৪ ও ২টি ছয়ে আরিফ আউট হন ৪৬ রানে। রিফাত ২ চার ও ১ ছয়ে করেন ২৬ রান। শেখ হুমায়ুন আউট হন ১৪ রানে। নীট কনসার্ণের শাওন ভুইয়া পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী-৩৫৯/৬ (৫০ ওভার), তৈয়বুর রহমান পারভেজ-১০০, জনি তালুকদার-৯৪, ফয়সাল সরকার-৫৬, রিফাত-৪৪। অতিরিক্ত-২০। আলমগীর-২/৫৯।
নাসিম ওসমান এমসিএ-১৭৭/১০ (৪৮.১ ওভার), আরিফ-৪৬, সাব্বির-৪১, রিফাত-২৬, শেখ হুমায়ুন-১৪। অতিরিক্ত-২০। শাওন ভুইয়া-২/২০।
আগামীকালের খেলা ঃ পোল ষ্টার বনাম শামসুজ্জোহা স্মৃতি একাদশ (সকাল-৯টা)। একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ড।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।