ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় জালকুড়ি করইতলা এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোচালক শরিফ বলেন, আমি সাইনবোর্ডের দিকে যাচ্ছিলাম। হটাৎ দেখি একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এক যুবকের। আমি মোটরসাইকেলের যাত্রী মনে করে চালককে উঠাতে যাই। এরমধ্যে একটি ট্রাক এসে ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। আমরা কাছাকাছি গিয়ে দেখি যুবকটি মৃত। অনেকে বলছে যুবকটি মানসিক ভারসাম্যহীন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিনার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, আমি এখনো খবর পাইনি। আপনার থেকে জানলাম, বিষয়টা দেখছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।