বন্দরে মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বন্দর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক মাদক ব্যবসায়ী। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বন্দর থানার শাহী মসজিদ খালপাড় পাকা রাস্তার উপর ও একই তারিখ রাত ১০টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ মাদক কারবারির কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করত সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বন্দর থানার ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে চিহ্নিত মাদক কারবারি পারভেজ ও বন্দর থানার ২৩নং ওয়ার্ডের সল্পের চক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জনি (৩৬)। পলাতক মাদক কারবারি আব্দুর রহিম (৩২) একই এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর থানার এএসআই জাহিদুর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদি হয়ে বন্দর থানায় পৃথক দু’টি মাদক মামলা রুজু করেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় রজুকৃত পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।