দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং এক দফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ১৯নং মদনগঞ্জ বটতলা এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন বিকেল ৩টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৯নং মদনগঞ্জ বটতলা এলাকায় বিভিন্ন বিপণি বিতান, ভ্রাম্যমাণ দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশকে চরম বিশৃঙ্খলা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে এই দুর্ভিক্ষজনক অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এই হায়না সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বিএনপি নেতা আলমগীর হোসেন চঞ্চল, আব্দুস সালাম, আশরাফ উদ্দিন, সোহেল খান বাবু, নাসির উল্লাহ টিপু, মাহবুবুর রহমান, মাসুম মিয়া, মিজানুর রহমান রিপন, উজ্জ্বল সরদার, শিবু দাস, সারোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন, সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।