সোনারগাঁয়ে কারুশিল্প মেলা ও লোকজ মেলায় মুগ্ধতা ছড়াচ্ছে নকশি কাঁথা। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ জাদুঘরে নকশি কাঁথার স্টলে সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়। লাল, নীল, হলুদ বেগুনীসহ বিভিন্ন রঙ্গিন সুতোয় আর সোনামুখি ছোট্ট সুইয়ের প্রতি ফোঁড়ে মনের মাধুরী মিশিয়ে বাহারী ডিজাইনের একেকটা নকশি কাঁথা তৈরি করা হয়। যা দেখে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন।
তানিয়া আক্তার নামের এক দর্শনার্থী বলেন, ছোটবেলায় নানী-দাদিদের কাছে নকশি কাঁথার নাম শুনেছি। কিন্তু বর্তমানে এসব কাঁথা সচরাচর পাওয়া যায় না। দীর্ঘদিন পর সোনারগাঁ মেলায় এসে নকশী কাঁথার স্টলে চোখ আটকে গেলো। নানা বাহারী ডিজাইনের নকশি কাঁথা দেখে আমি মুগ্ধ।
রূপগঞ্জ থেকে মেলায় এসেছেন রিনা বেগম। তিনি বলেন, নকশি কাঁথা আমার সবসময়ই প্রিয়। অনেক জায়গায় নকশি কাঁথা কিনতে পাওয়া গেলেও চোখের সামনে তৈরিকৃত নকশি কাঁথার সৌন্দর্য অন্যরকম। তাই স্টলটি থেকে কয়েকটি নকশি কাঁথা কিনে নিয়ে যাচ্ছি।
স্টলটির মালিক হোসনে আরা বেগম বলেন, প্রতিবছরই আমি এ মেলায় অংশ নেই। ৪০ বছর ধরে আমি এ পেশার সঙ্গে যুক্ত আছি। নিজে কাজ করার পাশাপাশি আমি অনেককেই প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের দোকানের প্রত্যেকটি পণ্য নিজের হাতে তৈরি। আমার দোকানে ১২০০ টাকা শুরু হয়ে ৫০ হাজার টাকার মূল্যের নকশি কাঁথা রয়েছে। মেলার শুরুর দিন থেকে এখন পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের ভালো সাড়া পেয়েছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।