Logo
শিরোনাম
তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায় মামুন হত্যায় আকতার ও সুমনকে আসামি করে মামলা নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট সন্ত্রাসীদের আটক করতে না.গঞ্জসহ সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রশাসন নিরব থাকলে ছাত্র-জনতা উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে: আব্দুল্লাহ আল আমিন মোবাইলের কারণে যুবকরা ক্রীড়া ও শিক্ষার দিকে অমনোযোগী হয়ে পড়ছে: গিয়াসউদ্দিন
HEL [tta_listen_btn]

হকার ইস্যুতে অনেকেই মায়া কান্না কাঁদছে: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, হকার উচ্ছেদের পর নগরবাসীরা শান্তিতে আছেন এটাতে আমাকে ধন্যবাদ দেয়ার কিছু নেই। এই ধন্যবাদের প্রাপ্য মেয়র আইভী। উনি যদি উদ্যোগ না নিতেন তাহলে হয়তো এটা সম্ভব হতো না। তবে এই সমস্যাগুলো শেষ হয়নি। অনেকেই মায়া কান্না কাঁদছেন। তারা বলছে রোজার মাসে তাদের বসিয়ে দিতে হবে। যারা মায়া কান্না করেন তারা আমাদের অশান্তিতে রাখে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলা পরিষদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সেলিম ওসমান বলেন, আগের তুলনায় এখন হকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে প্রায়। শুধু হকার সমস্যার কারণে নারায়ণগঞ্জের ট্রাক, বাস, অটো এবং ইজিবাইকের সবটাই ধ্বংস হয়ে গেছে প্রায়।
তিনি বলেন, পুলিশরা কোন কাজ করতে গেলে সেখানের নেতারা বিভিন্ন সময় ভয় দেখান। অমুকের দুলাভাই, অমুকের শালা, অমুকের আত্মীয় বলে পুলিশকে কাজ করতে দেয় না। পুলিশকে বলতে চাই, অপরাধীকে অপরাধী হিসেবেই রাখবেন। তাদেরকে কোন রকম ছাড় দেবেন না। তাহলে দেখবেন সমাজের মাদক আসক্ত, লুটপাট ও ইভটিজিং থাকবে না। যদি কেউ অপরাধ করে তাহলে সেখানে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নিবে। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন এরা বাসায় থাকা অবস্থায় শাসন করতে হবে। যদি তারা না পারেন, তখন প্রশাসনকেই এর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ব্যবস্থা নিলে কোন অপরাধের আত্মীয় স্বজন কোন ধরনের তদবীর চালাতে পারবেন না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যা আছে। বাড়িঘর ছাড়াও ইন্ডাস্ট্রিগুলো চালাতেও গ্যাস লাগে। গ্যাস সংকটে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে সহযোগিতা করেছেন। কাজ চালানোর মত আপাতত ব্যবস্থা করে দিয়েছেন তিনি। কিন্তু ২০২৬ এর পর গ্যাসের আর কোন সমস্যা থাকবে না, বিদ্যুতের কোন অভাব থাকবে না। সেই লক্ষ্যে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম. এ মোহাইমিন আল জিহান, বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রধান, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com