সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, এক সপ্তাহের মধ্যে কোন কিশোরগ্যাং থাকবে না। ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাইকারী, চাঁদাবাজ, ইভটিজার ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের হাউজিং এলাকায় বিট পুলিশিংয়ের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, পিপিএম এর উদ্যোগে ‘বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই সেøাগানকে সামনে রেখে বিট পুলিশিংয়ের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোরগ্যাং, ছিনতাই, চাঁদাবাজী ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এনসিসির ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. নুর উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তাজিম বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুল আউয়াল ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
ছিনতাই, মাদকসহ বিভিন্ন বিষয়ে ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে ওসি আবু বকর সিদ্দিক বলেন, এই ওয়ার্ডের সকল মানুষ যদি মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে থাকে তাহলে কি তারা এলাকায় থাকতে পারবে? পারবে না। তাই আজকে সবাইকে মাদক এবং কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনারা সবাই যদি আমাদেরকে সহায়তা করেন তাহলে সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে পারবো। আজ থেকে এ ওয়ার্ডে পুলিশের তৎপরতা বাড়িয়ে দেয়া হবে। কোথাও কোন অপরাধ কর্মকান্ড সংঘঠিত হওয়ার আশঙ্কা দেখলে তাৎক্ষনিক আমাদেরকে জানাবেন। আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।