দীর্ঘ এক বছর এক মাস পর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ কমিটির অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
তথ্যটি নিশ্চিত করে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, আমাকে সভাপতি এবং রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীদিনে রাজপথের সকল আন্দোলন সংগ্রামে মহানগর ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।
কমিটিতে আরো আছেন, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ২২জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৮ জন, সহ-সাধারণ সম্পাদক ১৪ জন, সহ- সাংগঠনিক সম্পাদক ১৭ জন ও সদস্য ৪০ জন।
উল্লেখ্য, গত বছরের ২৬ জানুয়ারি রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।