বন্দরে পৃথক সিআর মামলার ২ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, বন্দর রূপালী আবাসিক এলাকার সুনীল হীরার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সজল ওরফে হীরা (২৪) ও বন্দর থানার পদুঘরস্থ ওলাক এলাকার হাবিবুর রহমানের ছেলে অপর সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হারুন রশিদ (৩৫)। গ্রেফতারকৃতদের রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।