বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে নাহিদ (১৯) নামে এক যুবক ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ নাহিদ বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মৃত সালাম মিয়ার ছেলে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ যুবকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের মা ময়না বেগম বাদি হয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং-৮৭৬, তাং-১৮-২-২৪। এরআগে ৩ (ফেব্রুয়ারি) রাত ১১টায় বন্দর থানার মাহমুদনগরস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।