Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে অটোচাপায় সবজি বিক্রেতা নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মজনু মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রয়ারি) দিবাগত রাতে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহাসড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। স্থানীয় জনতা অটোচালক শাওন (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি অটোরিকশা মজনুকে ধাক্কা দিলে সে ছিটকে গিয়ে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে যাই। অটোচালক শাওনকে আটক করা হয়েছে। চালক শাওন একই এলাকার মোশারফ হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com