সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে জ্যামিতি বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজ (২৪) ও আরফিন জাহান তোফা ওরফে হাসিনা (২০) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ দিককুলের আলী আহম্মদের পুত্র মো. আজিজ ও একই জেলার ঈদগাহ থানার মাইজপাড়া গ্রামের মৃত মির আহম্মেদের মেয়ে আরফিন জাহান তোফা ওরফে হাসিনা। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে জ্যামিতি বক্সে লুকিয়ে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রোকনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দুলাভাই আজিজ ও তার শ্যালিকা আরফিন জাহান তোফা ওরফে হাসিনাকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা জ্যামিতি বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।