আড়াইহাজারে অভিযান চালিয়ে মক্কা-মদিনা নামে একটি বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গ্রামে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই এর অনুমোদন না থাকায় আড়াইহাজার উপজেলার মুকন্দী নামক এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মক্কা-মদিনা বেকারীর মালিক বোরহান উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই মাঠ প্রতিনিধি এবং আড়াইহাজারের সেনেটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এসময় বেকারীটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।