বন্দরে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন (৩৮) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে জুবায়ের হোসেন জুয়েল (৪০) নামে আরো এক মাদক কারবারি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ আল বারাকা হাসপাতালের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি সুমন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার আবুল বাশার মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারি সুমন ও পলাতক মাদক কারবারি জুয়েল দীর্ঘদিন ধরে মদনপুর, চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।