বন্দরে সুবাইয়া সার্বিন স্বর্ণালী (১৭) নামে এক যুবতী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবতী সুবাইয়া সার্বিন স্বর্ণালী বন্দর উপজেলার কুশিয়ারা দক্ষিণপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ স্বর্ণালীর কোন হদিস না পেয়ে এ ব্যাপারে স্বর্ণালীর বড় ভাই অনিক মাহমুদ বাদি হয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। এরআগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টায় বন্দর থানার শাহীমসজিদ এলাকা থেকে ওই যুবতী নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবতীকে সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।