বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর নবীগঞ্জ তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে সকালে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে কবর জিয়ারত ও কোরআন খতমের আয়োজন করা হয়।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এড. আবুল কালামের পুত্র ও এনসিসি ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কায়সার আশা এবং বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদকে দলের প্রতিষ্ঠাতা সদস্য করেন। পাশাপাশি নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য তাকে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব প্রদান করেন। সেই সাথে তৎকালিন সময় তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেন জিয়াউর রহমান।
হাজী জালাল উদ্দিন আহমেদ খানপুর হাসপাতাল (বর্তমানে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল), গণবিদ্যা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সেন্ট্রাল টার্মিনাল, বন্দর হাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও পলিও টিকাসহ শিশুদের সকল টিকা সরকারি ভাবে বিনামূল্য বিতরণ, রাস্তাঘাট উন্নয়ন, নারায়ণগঞ্জ পৌরসভাকে অবকাঠামো উন্নয়নের কাজে সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি ১৯৮৭ সালে ২০ ফেব্রুয়ারি ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।