অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম প্রমুখ।
মেয়রের পক্ষে শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারিরা। এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. আনোয়ার ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরউদ্দিন মিয়া, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান, ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, সহকারি সচিব মোহাম্মদ হান্নান মিয়া, পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
বন্দর প্রশাসন
বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদের স্মরণ করেছে বন্দর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশের প্রথম প্রহর বুধবার রাত ১২টা ১ মিনিটে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিনুল আল জিহান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তাসহ উপজেলা প্রসাশনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করে। পরে বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধাগণ, বন্দর থানা প্রশাসনের পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক, বন্দর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বন্দর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্টেশন অফিসার আব্দুল্লাহসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। বুধবার রাত ১২ টা ১ মিনিটে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের এই সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, সদস্য এম এ সাঈদ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।