৬ কেজি গাঁজাসহ শেফালী বেগম (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় বন্দর থানার আমিন আবাসিক এলাকাস্থ স্কুলঘাটের সামনে থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি শেফালী মুন্সিগঞ্জ জেলার সদর থানার রামজানবেগস্থ মুন্সিরহাট এলাকার মৃত লোকমান মিয়ার মেয়ে ও জুলহাস মিয়ার স্ত্রী। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। সে দীর্ঘদিন ধরে বন্দর আমিন আবাসিক এলাকার রোজিনা বেগমের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছিল। গ্রেফতারকৃত শেফালিকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শেফালী দীর্ঘদিন ধরে বন্দর আমিন আবাসিক এলাকাসহ এর আশপাশের এলাকায় অবাধে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে স্কুলঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি শেফালিকে গ্রেফতার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।