হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ওরফে অফিয়ালকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানান র্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার এম. জে. সোহেল।
তিনি জানান, গ্রেফতারকৃত রফিকুল ২০০৮ সালে কুড়িগ্রামের উলিপুর থানায় দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তিনি মামলা দায়েরের পর থেকেই মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।