ফতুল্লায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. শাহিন (৪৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লা-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শাহিনকে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহিন ফতুল্লা মডেল থানার গোপাল নগর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি ২ ছেলের জনক।
নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বলেন, আমার বড় ভাই ভ্যানগাড়ির চালক ছিলেন। শনিবার দুপুরের দিকে মুক্তারপুরের প্লানি ফ্যাশন গার্মেন্টসের সামনের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, শনিবার বেলা ১২টার দিকে মুক্তারপুর এলাকায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত হন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।