Logo
শিরোনাম
তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায় মামুন হত্যায় আকতার ও সুমনকে আসামি করে মামলা নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট সন্ত্রাসীদের আটক করতে না.গঞ্জসহ সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রশাসন নিরব থাকলে ছাত্র-জনতা উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে: আব্দুল্লাহ আল আমিন মোবাইলের কারণে যুবকরা ক্রীড়া ও শিক্ষার দিকে অমনোযোগী হয়ে পড়ছে: গিয়াসউদ্দিন
HEL [tta_listen_btn]

কাঁচপুরে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য

ঢাকা-চট্টগাম মহাসড়কের সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সাম্প্রতিক সময়ে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে এসব ছিনতাইকারীরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠে বলে ভুক্তভোগীরা জানান। তাদের মতে এখানে আসলেই মোবাইল ছিনতাই হওয়ার আতংক বিরাজ করে মনে। আবার অনেক সময় ছিনতাইকারীরা মারধর ও ছুরিকাঘাত করে সবকিছু কেড়ে নিয়ে যায়।
এদিকে ভুক্তভোগীদের অনেকেই দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা হওয়ায় তারা পুলিশের কাছে অভিযোগ না করে তাদের গন্তব্যে চলে যান। এতে অধরাই থেকে যায় অপরাধী। আইনশৃংখলা বাহিনীর কাছে অধিকাংশ ঘটনা অজানা থেকে যাওয়ায় কাঁচপুর বাসস্ট্যান্ড ছিনতাইতারীদের হটস্পট জোনে পরিণত হয়েছে। যাত্রী সাধারণ ছাড়াও পরিবহন ও পোশাক শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক এমনকি আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও রক্ষা পাচ্ছেনা ছিনতাইকারীদের কবল থেকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, কাঁচপুর শিল্পাঞ্চল হওয়ার কারণে এই এলাকায় বহিরাগত লোকের বসবাস সবচেয়ে বেশী। সে কারণে চোর, ছিনতাইকারী, পকেটমারসহ ঝগড়া বিবাদ, মারামারির মতো ব্যাপারগুলো নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজের পূর্বপার্শের ঢালে গাড়ি থেকে যাত্রী ওঠানামার সময় সড়কের দু’পাশে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা যাত্রীবাহী বাসের জানালার পাশে বসে মোবাইল দেখতে থাকা যাত্রীদের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এদিকে মহাসড়কের কাঁচপুর ব্রিজের একমুখী রাস্তার সরু ঢালে লোকাল বাসসহ দূরপাল্লার বাসের যাত্রী ওঠানো-নামানোর কারলে ব্রিজের ঢালে সবসময় যানজট লেগেই থাকে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ছিনতাইকারীরা যাত্রীদের মোবাইল সেট চোখের নিমিষেই ছো মেরে নিয়ে যায়।
সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্ধা মাসুদা ক্রন্দনরত অবস্থায় জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোয়েল পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার গুলিস্থান থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তার মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। বাসটি কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালে যাত্রী নামানোর জন্য থামালে মুহুর্তের মধ্যে দু’জন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপায়ন গ্রুপে কর্মরত সোনারগাঁ পৌরসভার দিঘীরপাড় এলাকার আরিফুজ্জামান জানান, কয়েকদিন পূর্বে যাত্রীবাহী বাসে যাওয়ার সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তার মোবাইল সেটটি ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও আর কোন সুরাহা হয়নি। জিডি নং- ৯২৯।
মোবাইল ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা জানায়, ইদানিংকালে কাঁচপুর ব্রিজের ঢালসহ সোনারগাঁ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল ছিনতাইয়ের ঘটনা মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। ভুক্তভোগীরা মামলা করার পরও পুলিশ কোন ভূমিকা না রাখার কারণে ছিনতাইকারীরা দিন দিন আরো বেপরোয়া হয়ে পড়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, মহাসড়কের অপরাধ নিয়ন্ত্রণে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করে কাজ শুরু করেছি। মহাসড়কের ৩ কিলোমিটার ৩টি টহল টিমের পাশাপাশি মোটরসাইকেল টিম নিয়োজিত করেছি। তারা রাতের বেলায় সড়ক মহাসড়কে টহল দিচ্ছে। আমরা যে কোন অপরাধ প্রতিরোধে সোচ্চার রয়েছি। যদি কোন অপরাধ কর্মকান্ড আমাদের নজরে আসে তাহলে আমরা সংঙ্গে সংঙ্গে ব্যবস্থা নিয়ে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com