মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আত্মার মাগফেরাত কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আলী আহাম্মদ চনুকা ছিলেন একজন সমাজকর্মী। একজন বিডি মেম্বর থেকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জ পৌর শহরের পৌর পিতা হিসেবেও আখ্যায়িত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ২নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। প্রয়াত রাজনীতিবিদ ও পৌর পিতা আলী আহাম্মদ চুনকার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
আনোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অত্যন্ত স্নেহ করতেন। আলী আহাম্মদ চুনকা সাধারণ মানুষের সাথে মিশতেন, সাধারণ মানুষের সাথে কথা বলতেন। তাই তিনি সবার প্রিয় মানুষ ছিলেন। তিনি মানুষের সেবা করতেন এজন্যই বার বার পৌর পিতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, প্রচার বিষয়ক সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, আইন বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলি খোকন, প্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, কার্যকরী কমিটির নেতা উত্তম সাহা, শামীম খান, সাখাওয়াত হোসেন সুমন, রমজান আলী, মানিক হোসেন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।