Logo
HEL [tta_listen_btn]

রমজানকে সামনে রেখে টুপি-আতর বিক্রির হিড়িক

রমজানের শুরু থেকেই উৎসবের আমেজ থাকে দেশের সব মার্কেটগুলোতে। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের মসজিদের সামনে দোকানীরা। তারা আতর, টুপি ও জায়নামাজের পসরা সাজিয়ে বসে আছেন। স্বাভাবিক সময়ের তুলনায় এসময় আতর, টুপি ও জায়নামাজ কয়েকগুণ বেশি বিক্রি হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) শহরের ডিআইটি এলাকায় আতর, টুপি ও জায়নামাজের দোকানে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। মার্কেটের ভেতর ও বাইরের দোকানগুলোতে আতর, টুপি, জায়নামাজ ও নারীদের হিজাবের দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
নিতাইগঞ্জ থেকে আসা রফিক জানান, আমি ২নং রেলগেট এসেছিলাম ফল কিনতে। সামনে রোজা থাকায় ডিআইডি আসলাম টুপি ও আতর কেনার জন্য।
ডিআইডি মসজিদের গলির ভেতরের এক মালিক জানান, আমার দোকানে বিভিন্ন ধরনের আতর, টুপি ও জায়নামাজ রয়েছে। হোয়াইট উদ, হাসনাহেনা, কস্তুরী, কাশ্মিরী উদ, রয়েল অউদ, সিলভার আতর রয়েছে। এসব আতরের দাম ৩৫০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত।
টুপি বিক্রেতা মো. নাঈম জানান, ভালোই বিক্রি হচ্ছে। তবে গতবারের তুলনায় এবার মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। দেশী টুপির পাশাপাশি বিদেশী টুপি বিক্রি করি। আমার দোকানে মিশরি, চায়না, তুর্কি ও পাকিস্তানি টুপি রয়েছে।
তিনি আরও জানান, আমার দোকানে বিভিন্ন রকমের টুপি আছে। এগুলো একেকটা একেক দামে বিক্রি করছি। ৫০ টাকা থেকে শুরু করে ৩৫০ ও ৪০০ টাকা মূল্যের টুপি রয়েছে। এসব টুপির মধ্যে সর্বোচ্চ এক হাজার টাকা মূল্যের টুপিও রয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী টুপি কিনছেন। নামাজের আগে ও পরে এখানে ব্যবসা একটু ভালো হয়। তবে রোজার কারণে গতবারে তুলনায় এবারে বেচাকেনা একটু বেশি।
জায়নামাজ বিক্রেতা মোরশেদ আলম জানান, আমার দোকানে বিভিন্ন ধরনের জায়নামাজ রয়েছে। ৩৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা মূল্যের জায়নামাজও রয়েছে। তুর্কি আর চায়না ছাড়াও সৌদি আরবের জায়নামাজও রয়েছে। তবে গতবারের তুলনায় এবারে একটু দাম বেশি। তবুও ক্রেতারা কিনছেন বলেই জানান মোরশেদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com