‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই সেøাগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের নেতৃত্বে শতাধিক কর্মকর্তা-কর্মচারিগণের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি এলজিইডি ভবনের সামনে থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পদক্ষিণ করে পুনরায় এলজিডি ভবনের সামনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী সদর উপজেলা, সহকারি প্রকৌশলীবৃন্দ, উপ-সহকারি প্রকৌশলীবৃন্দসহ অন্যান্য ইউনিটের কর্মকর্তা-কর্মচারিগণ।
এসময় নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করে চলেছে এলজিইডি। পল্লী অবকাঠামো নগর ও পানি সম্পদ উন্নয়নের পাশাপাশি পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদান করে চলেছে।
উল্লেখ্য, রোববার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উপলক্ষে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রগণকে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণে মঙ্গলবার স্থানীয় পর্যায়ে দিবসটি উদযাপিত হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।