গাবতলী এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও এলাকাবাসীকে মারধরসহ তান্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করাসহ হামলার কারণ সম্পর্কে খোঁজ নেয় পুলিশ। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার সুস্পষ্ট কারণ জানাতে পারেনি তারা।
স্থানীয়রা জানায়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং বাহিনী লোহার রড, এসএস পাইপ, ধারালো ছুরি, কেচিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় গাবতলী এলাকায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুল হাসানের বাড়ির আশপাশের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুরসহ অনেককে মারধর করে। এরা ইসদাইর কাপুইরা পট্টি এলাকার সন্ত্রাসী হাসান-হোসেন বাহিনীর সদস্য বলেও জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরপরই হঠাৎ করে গাবতলী মোড়ের মনিরের হোটেলের কর্মচারি আব্দুল্লাহ, গার্মেন্টস শ্রমিক সেলিম ও মামুনের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা সকলেই কিশোর বয়সী এবং তারা আব্দুল্লাহকে মারধরসহ আশেপাশে যাকে পেয়েছে তাকেই বেদম পিটিয়েছে।
মারধরের শিকার আব্দুল্লাহ, সেলিম ও মারুফ জানায়, রোববার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাতের রাতে মাসদাইর সিটি কেন্দ্রীয় জামে মসজিদে দু’গ্রুপে সংঘর্ষ লাগে। এসময় আমরাসহ উপস্থিত অনেকেই সেই ঘটনা দেখছিলাম। আমাদেরকে প্রতিপক্ষ গ্রুপের সদস্য মনে করে এই হামলা চালায় বলে জানায় তারা। খবর পেয়ে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসান ও ফুটবলার মনির এলাকাবাসীকে নিয়ে এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কামরুল হাসান জানান, আমি আমার অফিসের মধ্যেই ছিলাম। হঠাৎ করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানুষের হৈ চৈ শুনতে পেয়ে অফিস থেকে বেরিয়ে দেখি ২৫/৩০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে পেটাচ্ছে এবং দোকানপাট ভাংচুর করছে। এসময় আমিসহ এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হওয়া ফতুল্লা থানার এসআই ইমরান জানান, খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি গাবতলীতে যাই। কিন্তু আমি যাওয়ার আগেই অপরাধীরা চলে যেতে সক্ষম হয়। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি এই পুলিশ সদস্য।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।