Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ইবাদত-বন্দেগিতে শবে বরাত পালিত

পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মসজিদ ও কবরস্থানগুলোতে ধর্মপ্রাণ মুসুল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহরের বিভিন্ন মসজিদ ও কবরস্থানগুলো ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে শহরের মাসদাইর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান, পাইকপাড়া মসজিদ ও বড় কবরস্থান ঘুরে দেখা যায়, রাত ২টার পরও দলে দলে মুসুল্লিরা আসছেন। কেউ কেউ মসজিদে প্রবেশ করে দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির, নফল নামাজ পড়ছেন। কেউ কেউ মসজিদের পাশে কবরস্থানে গিয়ে স্বজন ও পরিচিতদের কবর জিয়ারত করছেন। মসজিদগুলোতে শবে বরাত উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া অনেক মসজিদে সালাতুল তাসবিহ নামাজের ব্যবস্থাও করা হয়।
এদিকে রাত ৩টার পরও শহরের মাসদাইর কবরস্থানে দেখা গেছে, কবরের পাশে দাঁড়িয়ে অশ্রসিক্ত নয়নে তাদের জন্য নাজাত, মাগফেরাত কামনায় দোয়া করছেন মুসুল্লিরা। অনেকে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। মসজিদ ও কবরস্থানগুলোতে আগত মুসুল্লিরা রাতভর ইবাদত-বন্দেগিতে মসজিদ ও কবরস্তানগুলোতে সময় অতিবাহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com