বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী একুশে পরিবহনে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ আয়ুব উল্ল্যাহ (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে র্যাব-১১ এর একটি আভিযানিক দল একুশে পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আয়ুব উল্ল্যাহ নোয়াখালী জেলার সোনাইমুরি থানার বজরাস্থ মিদ্দাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, রোববার দুপুরে বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি করার সময় গোপন সংবাদে ভিত্তিতে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। পরে ঢাকাগামী একুশে পরিবহনে তল্লাশি চালিয়ে একটি কালো রংয়ের স্কুল ব্যাগে রক্ষিত ৪৭টি নীল রংয়ের এয়ারটাইট পলি প্যাকেটে রক্ষিত ৯ হাজার ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আয়ুব উল্ল্যাহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।