Logo
HEL [tta_listen_btn]

বুড়ো বয়সে ভীমরতি

স্কুল পড়ুয়া ৯ম শ্রেণির এক ছাত্রী (১৫) কে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকায়। ঘটনা জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে পার্শ্ববর্তী বাড়ির ফুল চাঁন মিয়া (৬০) কে আসামী করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৭ জানুয়ারি) জোরপূর্বক ধর্ষণ করার একপর্যায়ে স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করবে এমন সিদ্ধান্ত নেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ধর্ষক ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যায়। অপরদিকে আসামী ফুল চাঁনের ছেলে সিফাত বলছে, আমার বাবা এমন কোন কাজ করতে পারেনা। এগুলো মিথ্যা এবং বানোয়াট। যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে আইন যা শাস্তি দিবে আমরা মাথা পেতে নিবো।
এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই পংকজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com