Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় নিহত কিশোরের পরিচয় খুঁজছে পুলিশ

ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় নিহত সাইকেল আরোহী কিশোরের পরিচয় খুঁজছে পুলিশ। কেউ নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারলে ফতুল্লা থানার এসআই সৈয়দ আজিজুল হকের মোবাইল নাম্বার ০১৭১২৯১৫৬৫৫ অথবা ০১৯২১১১১১৪৬ জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় নিহত কিশোরের সন্ধান দেয়ার জন্য পুলিশের এই কর্মকর্তা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
জানা গেছে, ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নম পার্কের সামনে শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় অজ্ঞাত ঐ কিশোর। পরে তাকে ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ৯টার দিকে মারা যায়। নিহত কিশোরের সাইকেলে গামছা দিয়ে বাধা অবস্থায় দু’টি বাটিতে ভাত ও তরকারি ছিল। পুলিশ এ ঘটনায় ঘাতক মিশুকসহ চালককে আটক করেছে।
এসআই আজিজুল হক জানান, মৃত অজ্ঞাত ছেলেটির পরিচয় উদঘাটনের জন্য সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে সন্তানের নিথর লাশটি বাবা-মাকে বুঝিয়ে দেয়ার লক্ষ্যে পরিচয় উদঘাটন প্রয়োজন। এ ঘটনায় ইজিবাইক চালক জুয়েল (২০) কে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com