Logo
HEL [tta_listen_btn]

বন্দরে গ্রেফতার ৪

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নির্মাণ শ্রমিকসহ একই পরিবারের ৫ জন জখমের ঘটনায় ২ মহিলাসহ একই পরিবারের ৪ হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার সামছুল হক মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪৮), তার স্ত্রী শেফালী বেগম (৪২), ছেলে হৃদয় (২৮) ও মেয়ে জুলিয়া (২৫)। শুক্রবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরআগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত রেহেনা বেগম বাদি হয়ে শুক্রবার সকালে হামলাকারী দুই মহিলাসহ ৪ জনের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের শনিবার (২ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com