‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়বো তুলবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে জাতীয় ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা করে উপজেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। এক সময় দেশের ভোটার তালিকায় কোটি ও লাখের উপরে ভুয়া ভোটার ছিল। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের অধীনে ছবি ও ফিঙ্গার প্রিন্ট এবং আইরিশ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক স্মার্ট তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত। সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।