সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় তা জানতে পেরেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুউদ্দিন জানান, শুক্রবার রাতে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশার পেছন সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও দুই যাত্রী আহত হন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।