বন্দরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান (২৫) নামে এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) দুপুর সোয়া ২টায় বন্দর উপজেলার তিনগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই সাহিদুল ইসলাম বাদি হয়ে শনিবার বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত আরমান বন্দর উপজেলার তিনগাও এলাকার মৃত আলম ওরফে শাহ আলম মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে রোববার (৩ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারি আরমান দীর্ঘদিন ধরে বন্দরের তিনগাও এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।