সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় ইমরান (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। নিহত ইমরান সোনারগাঁয়ের সাদিপুর কোনাবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, রোববার সকালে ইমরান নামে ওই ব্যক্তি এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। এলাকাবাসীর সহায়তায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রেজাউল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।