আড়াইহাজারে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। রোববার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টানুয়াপাড়া নয়াদিল এলাকার মনা মিয়ার ছেলে রাসেল (২৮), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জোরখালী এলাকার আলী হোসেনের ছেলে সজিব হোসেন মোল্লা (২৬) এবং যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর এলাকার শুকুর মোল্লার ছেলে তাইজুল ইসলাম (২৫) ।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালান তারা। এসময় সন্দেহজনক ভাবে ওই ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরে দেহ তল্লাশি করে তাদের সাথে থাকা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, তারা গাঁজাগুলো আড়াইহাজার হয়ে নরসিংদীতে নিয়ে যাওয়ার জন্য এনেছে। এ ব্যাপারে র্যাব-১১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন বাদি হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের সোমবার (৪ মার্চ) নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।