Logo
HEL [tta_listen_btn]

বন্দরে মহিলা কাউন্সিলর লাঞ্ছিত

টিসিবির পণ্য আত্মসাতের বিরুদ্ধে অবস্থান নেয়ায় মহিলা কাউন্সিলর সানিয়া সাউদকে প্রকাশ্য মারধর করার অভিযোগ পাওয়া গেছে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহার বিরুদ্ধে। এতে বাধা দিতে গিয়ে কাউন্সিলর সচিব নাঈম গুরুত্বর আহত হয়। এ ঘটনায় নির্যাতিতা সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ বাদি হয়ে মঙ্গলবার (৫ মার্চ) রাতে কাউন্সিলর সামছুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীরসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। এরআগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী বাজারে এ ঘটনাটি ঘটে। নির্যাতিতা মহিলা কাউন্সিলার সানিয়া সাউদ বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার আনিসুর রহমান টিটু মিয়ার স্ত্রী। অভিযুক্ত কাউন্সিলর সামসুজ্জোহা বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার ঢাকেশ্বরী এলাকায় প্রায় ১ হাজার ৯শ’ পরিবারের জন্য টিসিবির পণ্য আসে। পরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ খবর পেয়ে বিতরণ স্থলে আসে। পরে সে টিসিবির মালামাল বুঝে নেয়ার সময় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীর, একই এলাকার অটো রিপনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ক্ষিপ্ত হয়ে বাধা প্রদান করে। এই ঘটনায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর এর প্রতিবাদ করলে ওই সময় কাউন্সিলর সামসুজ্জোহাসহ উল্লেখিতরা প্রকাশ্যে মহিলা কাউন্সিলরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ চড় থাপ্পড় মেরে শারীরিকভাবে নির্যাতন করে। এসময় তার সচিব নাঈম তাদেরকে বাধা প্রদান করলে উল্লেখিতরা তাকেও বেদমভাবে পিটিয়ে নীলা ফুলা জখম করে। পুরুষ কাউন্সিলর কর্তৃক সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্যাতনের ঘটনায় উক্ত এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে সানিয়া সাউদ আরো বলেন, আমাকে জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। জনগণের মাল আত্মসাৎ করার জন্য ভোট দেয়নি। টিসিবির পণ্য বিতরণে প্রতিবারই সামছুজ্জোহা ডিলারের সাথে যোগসাজশে জনগণের হক আত্মসাৎ করে। যে কারণে মঙ্গলবার সন্ধ্যার পূর্বে ঘটনাস্থলে গিয়ে দেখি চাল, ডাল, তেল ও ছোলা অন্যত্র সরিয়ে রেখেছে। ১ হাজার ৯শ’ কার্ডধারী লোককে এগুলো দেয়ার কথা থাকলেও অধিকাংশই সরিয়ে রেখেছে। এতে প্রতিবাদ করতে গেলেই সামছুজ্জোহা দুই দফা হাত তুলেন মহিলা কাউন্সিলর সানিয়া সাউদের উপর। অকথ্য ভাষায় গালিগালাজসহ চর থাপ্পড় দিয়েছে বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর সামছুজ্জোহাকে তার মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com