অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৪ মার্চ) সদর থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম আ. জলিল (৩৪)। সে শরিয়তপুরের গোসাইরহাট থানার মো. মহিউদ্দিনের ছেলে সে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ৪টি লোহার রোলারে করে ফেনসিডিল পাচার করার সময় ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় লোহার রোলার হতে ৩শ’ ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত বিশেষ কৌশল অবলম্বন করে ফেনসিডিল ফেনী থেকে এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।