সিদ্ধিরগঞ্জে অবস্থিত বন্ধ শারমিন স্টিল মিলস্ অবিলম্বে চালু ও শ্রমিকদের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে বুধবার (৬ মার্চ) বিকেল ৩ টায় শ্রমিকরা ২নং রেলগেটে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে। কারখানার শ্রমিক মো. জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কারখানার শ্রমিক মো. পলাশ, রজ্জব আলী, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শারমিন স্টিল মিলস্ লিমিটেড কারখানাটি ৭ ফেব্রুয়ারি থেকে বেআইনিভাবে বন্ধ। শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান করেনি। শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র দেয়া হয় না। শ্রম আইনের কোন বাস্তবায়ন নেই কারখানায়। শ্রমিকরা ন্যায্য দাবির কথা বললে চলে নির্যাতন ছাঁটাই। শ্রমিকরা নারায়ণগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ, জেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছে। কিন্তু এই ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি। ফলে শ্রমিকরা চাকরি হারিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে কারখানা চালু ও বকেয়া মজুরি প্রদানের দাবি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।