মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহুরুলসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামীরা হলো, মো. জহুরুল ইসলাম (৫০), মো. আজিজুল হক ওরফে আজমল (৩৬) ও মো. কবির সিকদার (৩৩)। মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৬ মার্চ) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এম. জে. সোহেল বিষয়টি জানান।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী জহুরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি থানার মাদক মামলার আসামী। সে ওই মামলায় ৪ বছর ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া অপর আরেকটি অভিযান পরিচালনা করে অর্থঋণ মামলায় ১ বছর ও ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. আজিজুল হক ওরফে আজমলকে (৩৬) গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালী জেলার সদর থানার আরজি রাজনগর এলাকার মো. আব্দুল খালেক খন্দকারের ছেলে। এছাড়াও একই দিন রাতে আরও একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. কবির সিকদার (৩৩) কে গ্রেফতার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছেন। তারা মামলার পর বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।