ভবনসহ বাড়ি দখল করতে ভুমিদস্যুরা তালাকপ্রাপ্তা রোমানা আক্তার (৪২), তার শিশু ছেলে আব্দুল্লাহ সাউদ সোহান (১১), তার মেয়ে সুমাইয়া সাউদ (২৩) ও নাতনী ওয়াহিয়া আক্তার (৬) সহ ৪ জনকে ভবনে তালাবদ্ধ করে পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ৮ দিন ধরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে আসছে। সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তাদের অভিযোগ, বুধবার (৬ মার্চ) দুপুরে ও রাতে দুই দফা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলেও তাদের উদ্ধার করেনি পুলিশ।
ভুক্তভোগী রোমানা আক্তার জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামের ভুমিদস্যু শাহজাহান (৪০), রাজু (৩৫), সিফাত (২৬), আব্দুর রব মিয়া (৫৫), আব্দুল আউয়াল (৫৮) ও খোকাসহ (৪০) ৮-১০ জন মিলে একটি চক্র ৮ দিন ধরে তাদের ভবনের বাইরে ও ছাদের গেটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এমনকি পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমানে রোমানা আক্তার তার মেয়ে ও শিশু ছেলে এবং নাতনীসহ অর্ধঅনাহারে দিন যাপন করছেন।
তিনি আরো জানান, তিনি হৃদরোগে আক্রান্ত বাইরে থেকে ওষুধও আনতে পারছেন না। হাসান নামে এক প্রতিবেশী তাদেরকে জানালা দিয়ে খাবার দিতে আসলে তার উপরও হামলা চালায় ওই ভুমিদস্যু চক্রটি। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাদেরকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন ও র্যাবের সাহায্য কামনা করেন তিনি।
এ ব্যাপারে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, এই ঘটনাটি তিনি জানতেন না। তবে ভুক্তভোগীর কোন আত্মীয়-স্বজন যেন থানায় এসে একটি অভিযোগ বা ভুক্তভোগী নিজে মোবাইলের মাধ্যমে একটি কল করে ঘটনাটি অবহিত করলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।