আড়াইহাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার ও শীর্ষসন্ত্রাসী রোমান (২৬) সহ আরো ২ শীর্ষসন্ত্রাসী এবং ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে উপজেলার কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে তাতের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকি দু’জন হলো, পারভেজ (২৫) ও রাব্বি (১৯)। ডাকাত সর্দার রোমানকে গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। রোমান ক্রসফায়ারে নিহত ডাকাত আবু সাঈদের ফুফাতো ভাই। সে মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের আলমের ছেলে। পারভেজ রূপগঞ্জের ডহরগাঁয়ের জামানের ছেলে ও রাব্বি একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, আড়াইহাজার থানার বাজবী, ঝাউগড়া ও কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে আড়াইহাজারের যোগারদিয়ার ডাকাত সর্দার রোমানকে গ্রেফতারের সময় সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। এসময় ৩ পুলিশ সদস্য সামান্য আহত হয়। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।