বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে বন্দর উপজেলার পিচকামতলা এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন্দর উপজেলার লাউসারস্থ নেহাল সরদারের বাগ এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দেলোয়ার হোসেন (৩৮), বন্দর উপজেলার পিচকামতলা এলাকার মনির হোসেন মিয়ার ২ ছেলে শহিদ (২২) ও আল আমিন (২৬) এবং একই এলাকার আজগর আলী মিয়ার ছেলে ওয়াসিম (২১)। গ্রেফতারকৃতদের শুক্রবার (৮ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।